Notice

নোটিশ প্রকাশের তারিখঃ ২০শে অক্টোবর ২০১৮ ইং

মাননীয় পরিচালকগন,
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সকল পরিচালকগনের চলতি মাস অক্টোবার ২০১৮ ইং পর্যন্ত বকেয়া হিসাব বিবরনী পেশ করা হল, সকল কে সবিনয়ের সাথে অনুরোধ করা যাচ্ছে যে আগামী নভেম্বার ২০১৮ ইং তারিখের মধ্যে সকল ধরনের বকেয়া পরিশোধ করার জন্য। আরও অনুরোধ করা যাচ্ছে যে মাসিক কিস্তির টাকা মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ ৭ তারিকের মধ্যে নিম্নে উল্লেখিত মোবাইল নং এ ০১৯১১৪০৫০৮৫ বিকাশ (প্রতি ১০০০ হাজারে অতিরিক্ত ২০ টাকা উত্তোলন ফি বাবদ) করে প্রতিষ্ঠানের অর্থনৈতিক বিনিয়োগকে সচল রাখার জন্য।
(নোটঃ মাননীয় পরিচালক মোঃ হাদিউজ্জামান বুলবুল কে অনুরোধ করা যাচ্ছে যে আপনার কাছে বিনিয়োগের লভ্যাংশ যথাক্রমে রড বিক্রয় বাবদ ৩২,৪০০/= টাকা এবং নাসির গাজি বাবদ ৩০,০০০/= টাকা এখনও এফ.আর. গ্রুপের ব্যাংক হিসাবে জমা হয়নি)
পরিচালকগনের নামঃ বিনিয়োগ পরিশধের শেষ তারিখঃ
মোঃ মোখলেছ মোহসিন(পরিচালক) ৩১/১২/২০১৮ ইং
মোঃ মাসুদুর রহমান (এম.ডি.) ১৮/১১/২০১৮ ইং
মোঃ হাবিবুল্লাহ মিজবাহ(পরিচালক) ২০/০৮/২০১৭ ইং
মোঃ হাদিউজ্জামান বুলবুল(পরিচালক) ১৪/০৭/২০১৮ ইং

ধন্যবাদান্তে
মোঃ অহিদুর রহমান (পরিচালক)
(এফ.আর. গ্রপ এর পক্ষ থেকে)

 

এফ. আর. গ্রুপের  “বার্ষিক সভা-২০১৮”  আগামী ১৭ই মার্চ ২০১৮ ইং তারিখে রোজ শনিবার সকাল ১০ ঘটিকার  অনুষ্ঠিত হইবে। সকল পরিচালক গনের  উপস্থিতির জন্য অনুরোধ করা হইল ।

স্থানঃ

BANGLADESH INSTITUTE OF MANAGEMENT (BIM)

DHANMONDI, 27, ASAD GATE, DHAKA-1205